Bangalir Ekushea Vision
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
আশুগঞ্জ উপজেলা
আশুগঞ্জ উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা। আশুগঞ্জ উপজেলার প্রধান নদী হল মেঘনা, যা এই উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রাণ সঞ্চালক হিসেবে যুগ যুগ ধরে অবিরাম অবদান রেখে চলেছে। আশুগঞ্জ উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠান, উপজেলাবাসীর জীবন যাপন পদ্ধতি, পেশা, ভাবনা চিন্তায় ও ব্যবসা বাণিজ্য সহ সকল বিকাশ ধারায় মেঘনা নদীর প্রবাহমান গতিধারার ন্যায় প্রবাহিত হচ্ছে। আশুগঞ্জ নদী বন্দর, আশুগঞ্জ ফেরী ঘাটের ব্যবসায়িক কর্মকান্ড, আশুগঞ্জ বিওসি ঘাটের প্রতিটি ব্যবসা, পরিবহন ও যোগাযোগে মেঘনার রয়েছে সরব উপস্থিতি। আশুগঞ্জ ধান চাউলের মিল সহ বিভিন্ন ক্যাটাগরির মিল, কারখানা, সংগঠন, আশুগঞ্জ সারকারখানা, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ সাইলো, আশুগঞ্জ সবুজ প্রকল্প থেকে শুরু করে আশুগঞ্জের সকল ব্যবসা বাণিজ্যে আশুগঞ্জকে সমৃদ্ধ করেছে শত শত কিংবা হাজার হাজার বছরের বহমান মেঘনা:
আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন: (১) আশুগঞ্জ সদর ইউনিয়ন (২) চর চারতলা ইউনিয়ন (৩) আড়াইসিধা ইউনিয়ন ( ৪) লালপুর ইউনিয়ন (৫) শরীফপুর ইউনিয়ন (৬) তালশহর ইউনিয়ন (৭) দূর্গাপুর ইউনিয়ন এবং (৮) তারুয়া ইউনিয়ন।
আশুগঞ্জ উপজেলার বাজার সমূহ
আশুগঞ্জ উপজেলার ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হল আশুগঞ্জ বাজার। এছাড়াও আশুগঞ্জ উপজেলার মধ্যে আরো কয়েকটি উল্লেখযোগ্য বাজার রয়েছে যেমন: (২) লালপুর বাজার (৩) তালশহর বাজার (৪) আড়াইসিধা বাজার (৫) খোলাপাড়া বাজার (৬) তারুয়া বাজার (৭) তারুয়া নতুন বাজার ‘হাফেজ নজরুল মার্কেট (৮) মৈশাইর বাজার (৯) খড়িয়ালা বাস স্ট্যান্ড বাজার (১০) দূর্গাপুর বাজার (১১) বাহাদুরপুর বাজার এবং (১২) বগইর বাজার
No comments:
Post a Comment