• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • বিকাশ কেন্দ্র

     Bangalir Ekushea Vision

    সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র: আশুগঞ্জঃ


    ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা গোটা বাংলাদেশের একটি অনন্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র। উক্ত সংগঠনটির প্রতিষ্ঠা কাল: ১৯৯৪ খ্রিষ্টাব্দ। প্রতিষ্ঠাকলীন সময় থেকে এই সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে সৃজনশীল অনুষ্ঠান মালার আয়োজন এই সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, কমিউনিষ্ট পার্টিসহ প্রগতিশীল সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এক মঞ্চে এনে আলোচনার আয়োজন সৃজনশীল রাজনীতির এক অদ্বিতীয় মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ প্রেমের মহান ব্রত নিয়ে মননে, সৃজনে এবং সাহসীকতার সাথে কাজ করেছে সংগঠনটি। বিশেষ করে আমাদের জাতীয় প্রতিটি দিবস এই সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এবং আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাসটিকে ঘিরে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার কর্মসূচী দিয়ে দেশের সকল দলের নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, বুদ্ধিজীবি, জাতীয় ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা সহ জাতীয় ব্যক্তিত্ব এবং জ্ঞানী গুণিজনদের নিয়ে আলোচনা সভা এবং নাটক, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করে আসছেন।

    সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের বর্তমান নির্বাচিত পরিচালনা পরিষদ দায়িত্ব নিয়েছেন: ৩ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দে এবং উনারা দায়িত্ব পালন করবেন: ২ অক্টোবর ২০২৪ সাল পর্যন্ত। বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল ইসলাম মিলন : 01724448637: এবং সাধারণ সম্পাদক হিসেবে টানা ২য় বারের মত নির্বাচিত হয়েছেন: এম. এ. লিটন : 01919681538। সমন্বিত সংস্কৃতি কেন্দ্রের কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন;



    সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র কর্তৃক আয়োজিত আগামী দিনের ভিশন এবং মিশনসহ বিগত দিনের বিভিন্ন প্রোগ্রামের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলমান রয়েছে




    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...