• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • স্বাস্থ্য ও চিকিৎসা

     স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে আশুগঞ্জে প্রধানত দুই প্রকার সার্ভিস চালু আছে এর একটি হল সরকারি এবং অপরটি হল বেসরকারী। সরকারি চিকিৎসা সেবা সমূহের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশুগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্যালয় এবং বিশেষায়িত শ্রমিকদের জন্য শ্রম কল্যাণ কেন্দ্র। এছাড়া বেসরকারি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানকারী কয়েকটি হাসপাতাল রয়েছে; 

    আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রঃ



    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়:

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালের ২০ জানুয়ারি: শ্রমিকের মর্যাদা, স্বাস্থ্য সেবা, শ্রম বাজার এবং শ্রমজীবীদের জীবনমান উন্নয়নসহ প্রাসঙ্গি বিষয়েগুলোকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত হয়ে কাজ করে আসছে। এর সদর দপ্তর ঢাকা সচিবালয়। বর্তমানে বেগম মন্নুজাহান সুফিয়ান, এমপি মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালণ করছেন এবং মোঃ এহছানে এলাহী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে ১৭ আগস্ট ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীনে রয়েছে শ্রম অধিদপ্তর। এই শ্রম অধিদপ্তরের আওতায়ধীন গোটা বাংলাদেশে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে। এই ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের একটি হল শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ।

    শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াঃ

    আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের অনেক বড় লম্বা ইতিহাস ও ঐতিয্য রয়েছে। আশুগঞ্জের ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানা, শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে ১৯৮৯ সাল থেকে।  ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রটি আশুগঞ্জ বাজারে: আশুগঞ্জ পশ্চিম বাজার রেল স্টেশান রোড বা চরচারতলা রোড এর পূর্ব পাশে উপস্থিত। অত্র এলাকার সকলের কাছেই এই স্থানটি বেস পরিচিত বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক

    শ্রম কল্যাণ কেন্দ্র, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া

    কর্মকান্ডের মাধ্যমে। শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা, সচেতনতা, অধিকার, সুস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পাশাপাশি আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র নানামুখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান  আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  একসময় আশুগঞ্জ উপজেলার সকল অনুষ্ঠানের একটি জনপ্রিয় স্থান ছিল এই শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠ। এখন উপজেলা পরিষদের মাঠে অনেক অনুষ্ঠান করা হয় কিন্তু তারপরও শ্রমিক সংগঠনের সকল অনুষ্ঠানই এই শ্রম কল্যাণ কেন্দ্রে এবং কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে।

    শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জের উদ্যোগে বিভিন্ন সময় আয়োজিত কিছু কর্মসূচী এবং অনুষ্ঠানের দৃশ্য; 

    আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দটি লেবার অফিস হিসেবেও স্থানীয়ভাবে বেস সুপরিচিত। বিভিন্ন শ্রমিক সংগঠনের নির্বাচন, সভা সমাবেশ, অনেক সামাজিক অনুষ্ঠান,
    শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জের উদ্যোগে বিভিন্ন সময় আয়োজিত কিছু কর্মসূচী এবং অনুষ্ঠানের দৃশ্য; 

    বিভিন্ন মেলা, জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান এবং আশুগঞ্জ সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সপ্তাব্যাপী বিজয় মেলা এই শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয়। এই হিসেবে দেশের অনেক বরেণ্য ব্যক্তিদের পদচারণা রয়েছে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে। এছাড়াও একসময় আশুগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় হিসেবেও আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রটি আশুগঞ্জের সকল উন্নয়ন পরিকল্পনা, আশুগঞ্জবাসীর জীবন মানের উন্নয়নের সামগ্রিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 
    শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জের উদ্যোগে বিভিন্ন সময় আয়োজিত কিছু কর্মসূচী এবং অনুষ্ঠানের দৃশ্য; 

    আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দঃ

    আাশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের সৃ্ষ্ট পদ মোট ১২টি হলেও লোকবল সংকটের মধ্য দিয়ে বর্তমানে একজন মেডিকেল অফিসার সহ মোট ৬জন নিয়ে চলছে এই শ্রম কল্যাণ কেন্দ্রটি।

    ১। ডা. নাভোনীলা দাস


    মেডিকেল অফিসার

    শ্রম কল্যাণ কেন্দ্র, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

    মোবাইলঃ     01717103389 

    ডা. নাভোনীলা দাস শ্রম কল্যান কেন্দ্র আশুগঞ্জের দায়িত্ব নিয়েছেন ২০১৬ সালে। শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জের দায়িত্ব পালন করতে গিয়ে উনি সফলতার সাথে এবং অনেক ধৈর্য নিয়ে কাজ করে আসছেন শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী ও সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে। নিজের কাজের অভিজ্ঞতা এবং ভ্যবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, পরিচয় পত্র ধারনকারী শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের আমরা স্বাস্থ্য সেবা প্রদান করছি। সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ দিচ্ছি এবং বড় রকমের সমস্যা হলে উচ্চ পর্যায়ের চিকৎসকের কাছে রেফার করে দিচ্ছি। এছাড়াও আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচী নিয়েও কাজ করছি। শ্রমিকদের মাঝে বিভিন্নভাবে সচেতনতা গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছি। জাতীয় দিবস উদযাপন, মে দিবস উদযাপন, খেলাধূলা, পত্রিকা পাড়া, টিভি দেখার ব্যবস্থা করে দিচ্ছি আমরা শ্রমিকদের বিনোদন সহ সার্বিক মান উন্নয়নে। শ্রমিকরা দেশ ও জাতীর গুরুত্বপূর্ণ সম্পদ হলেও আসলে আমাদের দেশে এখনও শ্রমিকদের জন্য বিশেষায়িত কোনো চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের ব্যবস্থা আজও গড়ে ওঠে নাই। তাই সরকারের কাছে আমাদের একটি প্রস্তাব রয়েছে শ্রমিকদের সার্বিক চিকিৎসার মান উন্নয়নে কেন্দ্রীয়ভাবে একটি চিকিৎসা কেন্দ্র বা হসপিটাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করার।

    এছাড়া শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ এর অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ হলেন;

    ২। জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা

    ৩। শ্রম কল্যাণ সংগঠক ২জন আছে ১জন

    ৪। শ্রম পরিদর্শকা পদটি শূন্য  আছে

    ৫। অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর

    ৬। অফিস সহায়ক পদটি শূন্য আছে

    ৭। ফার্মাসিস্ট

    ৮। পরিচ্ছন্ন কর্মী

    ৯। নিরাপত্তা প্রহরী পদটি শূন্য আছে

    ১০। আয়া সহ মোট সৃস্ট পদ ১২টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছে ৬ জন তারা হল;

    মোঃ মামুন-আর-রশিদ


    শ্রম সংগঠক

    মোবাইলঃ  01733885183  

     

     

     

     

    ভাগবত চন্দ্র শীল


    ফার্মাসিষ্ট

    মোবাইলঃ  01725256388

     

     

     

     

    মোঃ রফিকুল ইসলাম


    অফিস সহকারি-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

    মোবাইলঃ  01969775452

     

     

     

    শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা প্রাপ্ত শ্রমিক এবং চিকিৎসা প্রত্যাশীত শ্রমিকদের মতামত: 

    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...