• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • আশুগঞ্জ

    Bangalir Ekushea Vision 

    আশুগঞ্জ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন একটি উপজেলা এবং নদীবন্দর। আশুগঞ্জ সারকারখানা, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ ধান চাউল ব্যবসার দিক দিয়ে দেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এনার্জি সেক্টরঃ আশুগঞ্জ বাংলাদেশের প্রধান বিদুৎ উৎপাদন কেন্দ্রের একটি হিসেবে দেশের বিদ্যুৎ চাহিদা পুরনে ভূমিকা পালন করে চলেছে। ধান চাউল ব্যবসার কেন্দ্র: আশুগঞ্জ একটি মূখ্য ধান চাউল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এলাকা হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আশুগঞ্জ উপজেলার অধিকাংশ জনগণ কৃষি কাজের সাথে সম্পৃক্ত এবং এই ক্ষেত্রে কৃষি কর্মকর্তাগণ সহায়ক ভূমিকা পালন করার চেষ্টায় নিয়োজিত রয়েছে। মুক্তিযুদ্ধে আশুগঞ্জঃ ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের শুরু এবং শেষের দিকের ঘটনাগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে: এই অংশে আমরা বাঙ্গালীর একুশে এবং বাঙ্গালীর একুশে ভিশন কর্তৃক আশুগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিয্য, বর্তমান বাস্তবতা এবং ব্যাবসা বাণিজ্যসহ সার্বিক অবস্থা তোলে ধরার জন্য অবিরাম কাজ চালিয়ে যাচ্ছি। আশা করা যায় অচিরেই একটি সমৃদ্ধ এবং বিপুল তথ্যের ভান্ডার হিসেবে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা সহ আপনাদের প্রয়োজনীয় তথ্যভান্ডার হিসেবে কাজে লাগাতে পারবেন:

    ধন্যবাদান্তে

    প্রধান সম্বয়নক

    বাঙ্গালীর একুশে ভিশন


    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...