Bangalir Ekushea Vision:
লালপুর এর সংক্ষিপ্ত ইতিহাস এবং পরিচিতি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি
প্রসিদ্ধ ইউনিয়ন হল লালপুর। লালপুরের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস এবং উন্নয়ন ও
অগ্রগতির ধারাবাহিকতা। লালপুর ইউনিয়নের বেশিরভাগ অংশই মেঘনা নদীর উপর জেগে ওঠা চর।
ধারণা করা হয় আজ থেকে প্রায় পাঁচশত (৫০০) বছর পূর্বে মেঘনা নদীর এই অংশের উপর চর
জাগতে শুরু করে। চরের বিস্তার বাড়ার সাথে সাথে নবীনগর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার;
চান্দুরা, সুলতানপুর, সরাইলের কালিকচ্ছ, আড়াইসিধা, নদীর পশ্চিমের রায়পুরা সহ দেশের
বিভিন্ন স্থান থেকে এই ইউনিয়নের আদি পরুষগণ এখানে বসতিস্থাপন করতে শুরু করে। লালপুর
ইউনিয়নের উল্লেখযোগ্য বংশের আদিপুরুষগণের বসবাসের যে তথ্য ও সূত্র পাওয়া যায় তা
থেকে এটি স্পষ্ট যে পাঁচ থেকে ছয় শত (৫০০-৬০০) বছর পূর্বে তারা লালপুরে বসতি গড়ে
তুলে ছিলেন। তখনও এই চরের নাম লালপুর হয়নি। তা শরীফপুরের একটি নামা (বাটি) অংশ
হিসেবে পরিচিত ছিল।
[চলমান]
No comments:
Post a Comment