রেল গেইট: এখন কোনো রেল লাইন না থাকলেও ঢাকা সিলেট হাইওয়ের
আশুগঞ্জ গোলচত্তর এর পূর্ব পাশটি এখনও রেলগেইট এলাকা হিসাবে পরিচিত। একদা আশুগঞ্জ এলএসডি
গুডাউনের পণ্য পরিবহনের জন্য এখানে রেল পথ ছিল। আশুগঞ্জ রেলগেই এলাকাটির দুইটি অংশে
রয়েছে এক. রেলগেইটের দক্ষিণ পাশ এবং দুই. রেলগেইটের উত্তর পাশ। আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যের
দিক দিয়ে এই রেলগেইট অনেক ব্যস্ততম এলাকা।
রেলগেইট দক্ষিণ এলাকাঃ
আশুগঞ্জ গোলচত্তর এর পূর্ব দিকের ঢাকা-সিলেট হাইওয়ের
দক্ষিণের পার্শ্ববর্তী এলাকা তথা রৌশন আর জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এল এস ডি
গুডাউনের একসময়কার রেল লাইন তথা যাত্রাপুর রোড এর আশপাশ এলাকাটি আশুগঞ্জ রেল গেইট দক্ষিণ
এলাকা হিসেবে চিহ্নিত। রেলগেইটের দক্ষিণ পাশে রয়েছে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ,
স্যানিটারী সামগ্রীর দোকান বেসকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে
রেলগেইট উত্তর এলাকাঃ
রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এল এস ডি গুডাউন হয়ে আগেকার রেল লাইন ধরে এখন একটি পাকা সড়ক নির্মাণ করা হয়েছে যা খাদ্যগুদামের পাশ দিয়ে আশুগঞ্জ বি ও সি ঘটা সড়কের সাথে মিলিত হয়েছে। উক্ত সড়কের দুই পাশে অনেকগুলো দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রেল গেইটের উত্তর পাশে রয়েছে ফলের দোকান, ফার্মেসী, মদি মালের দোকান সহ কাঁচা বাজার ও মাছ বাজারের কার্যক্রম সহ একটি জামে মসজিদ, কবরস্থান এবং ওয়াপদার রোডের চ্যানেল পার রয়েছে রেলগেইট দক্ষিণ এলাকায়।
No comments:
Post a Comment