স্টেশান রোড: স্টেশান রোডটি চরচারতলা রোড হিসেবেও পরিচিত আবার এই রোডের একটি অংশ কুহিনুর সিনামা হল রোড নামেও একসময় পরিচিত ছিল এবং শরিয়ত নগর এলাকাটি এই রাস্তার পাশেই পরেছে। আশুগঞ্জ পশ্চিম বাজার চ্যানেল ব্রীজের অটো স্ট্যান্ড থেকেই স্টেশান রোড বা চরচারতলা রোডের শুরু; এই রোডের পূর্ব ও পশ্চি পাশ ঘেষে অনেকগুলো ব্যাবসা বাণিজ্যের প্রতিষ্ঠান রয়েছে; যেমন পূর্ব পাশে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক এর শাখা অফিস, আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার পশ্চিম পামে পুড়াগোদাম রোড, বিডিবিএল ব্যাংকের শাখা অফিস, মোবাইল ও মোবাইল এক্সেসরিস এর দোকান, পূবালী ব্যাংক এর শাখা অফিস, সাব রেজিষ্টার অফিস রোড, হাজী জহিরুল ইসলাম মুন্সি মার্কেট: যেখানে রয়েছে মোবাইল এক্সেসরিসের অনেকগুলো দোকান এবং ইসামী ব্যাংকের শাখা অফিস, ট্রাস্ট ব্যাংকের শাখা অফিস, এক্সিম ব্যাংকের শাখা অফিস, ব্যাংক এশিয়ার উপশাখা অফিস, তারেই পাশে হাজী লফত আলী মার্কেট; রোডের পূর্ব পাশে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র এবং ডাচ বাংলা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকের শাখা অফিস রয়েছে আশুগঞ্জ বাজারের উক্ত এলাকায়।
No comments:
Post a Comment