• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • আশুগঞ্জ: পোষ্টঅফিস রোড/কাচারি রোড

     

    আশুগঞ্জ: পোষ্টঅফিস রোড/কাচারি রোড

    পোষ্টঅফিস রোড/কাচারি রোড:   আশুগঞ্জ মধ্য বাজার এবং পশ্চিম বাজারের সংযোগ রাস্তার মধ্যদিয়ে যেই রাস্তাটি দক্ষিণ দিকে ঢাকা সিলেট হাইওয়ের সাথে রেলগেই এলাকায় চলে গেছে মূলত এটিই পোষ্টঅফিস রোড বা কাচারী রোড হিসেবে পরিচিত; একসময় উক্ত রোডে আশুগঞ্জ-৩৪০২ কোডের পোষ্টঅফিস ছিল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ছিল এখানে যদিও এখন তা আর নেই। এই রোডের দুই পাশ ঘেষে এখন যা আছে তার মধ্যে অন্যতম হল; জুতা পালিশ করার মুচিদের কাজকরার জায়গা, আশুগঞ্জ ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, এর পূর্ব পাশে কাচারী পুকুর, জামে মসজিদ, দক্ষিণে আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ, বিকাশ কেন্দ্রের সাংগঠনিক কার্যালয়, প্রধান সড়কে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা অফিস, আই এফ আই সি ব্যাংকের শাখা অফিস, প্রাইম ব্যাংকের শাখা অফিস, মধুমতি ব্যাংকের শাখা অফিস, ইলেক্ট্রনিক্স এর দোকান, অনেকগুলো ফার্মেসী এবং এই রোডের পশ্চি পাশ ঘেষে ওয়াপদার ড্রেইন যা চ্যানেল পার হিসেবে পরিচিত এই চ্যানেল পাড়ের সংযোগস্থলে ডে-নাইন হসপিটাল এবং চামার বাড়ি হয়ে রোডটি রেলগেইটে ঢাকা সিলেট হাইওয়ের সাথে মিলিত হয়েছে।

    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...