• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • Monday, December 30, 2019





    জনপ্রিয় টিভি চ্যানেল পথিক টিভির সাথে
    জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ



    বিবিএস সংবাদদাতা; মোঃ আল আমিনঃ আজ ৩০ ডিসেম্বর সোমবার ২০১৯ তারিখ দুপুরে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার জন প্রিয় অনলাইন টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ এর সাথে এক বিশেষ স্বাক্ষাৎকারে মিলিত হন। সেই সময় তথ্য প্রযুক্তির এই যুগে সময়ের সাহসী সৃজনশীল অনলাইন মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে এবং পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) কেন্দ্রীয় কিমিটির মহাসচিব এম. এ আবির উদ্দিন এবং পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ। জেএসকেএফ মহাসচিব এম. এ আবির উদ্দিন বলেন,“অনলাইন টিভি চ্যানেল সময়ের একটি সাহসী পদক্ষেপ এবং কঠিন কাজ। এই কাজটিতে সফলভাবে কাজ করছেন পথিক টিভি। ইতিমধ্যেই পথিটিক টিভির অনেক দর্শক শ্রুতা সৃষ্টি হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এই কাজে আমাদের সার্বিক সহযোগিতা আমরা সাধ্য অনুসারে করে যাব। সেই সময় পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাই জিহাদ তার দীর্ঘ বক্তিতায় বলেন-“আমরা নতুন নতুন সাংবাদকি তৈরি করতে চাই, এবং বর্তমান এই অনলাইন মিডিয়ার গরুত্ব এতই বেশি যে সামনের দিনগুলোতে এই অনলাইন মিডিয়া ছাড়া অন্য সকল কিছুই সেকেলের পুরাতন বা আপনা আপনিই বাতিল হয়ে যাবে। তাই এর গুরুত্ব এখন বর্তমান বিশ্বে অনেক পরিমান বৃদ্ধি পেয়েছে। আমাদের এই কঠিন সংগ্রামের সাথে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের একাত্মতা প্রকাশকে আমরা অনেক গর্বের সাথে নিচ্ছি এবং আমরা সর্বিকভাবে আপনাদের সাথে থাকার সকল চেষ্টাই চালিয়ে ‍যাব। সেই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি রতন পারভেস, আশুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলী আজম, সহ সভাপতি এ.আর জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ফারুক মিয়া এবং বাঙ্গালীর একুশে পত্রিকার সংবাদদাতা আলী ইমামসহ প্রমূখ।

    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...