জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন -
আশুগঞ্জ শাখার জরুরী সভা
অনুষ্ঠিত
বিবিএস নিউজঃ আজ দশ ডিসেম্বর
মঙ্গলবার সকাল এগার ঘটিকায় আশুগঞ্জ বাজার খাদ্যগুদামের পূর্ব পাশে জাতীয় সাংবাদকি কল্যাণ
ফাউন্ডেশন, আশুগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার অফিস কক্ষে
উক্ত সংগঠনের একটি জরুরী সভা অনুষ্ঠিত হইয়াছে। উক্ত জরুরী সভার সভাপতিত্ব করেন সাপ্তাহিক
সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, আশুগঞ্জ
উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ঠ সাংবাদিক আলী আজম। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতয়ি সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা, শিক্ষানুরাগি
এবং আশুগঞ্জ বাজারের বিশিষ্ট্য সরদার ও সমাজ সেবক মোঃ খলিলুর রহমান। সভায় উপস্থিত থেকে
জাতীয় সাংবাদকি কল্যাণ ফাউন্ডেশন, আশুগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যদের পারস্পারিক যোগাযোগ,
সক্রিয়তা, নিরাপত্তা এবং শুঙ্খলা সহ পাচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে তাৎপর্যপূর্ণ
বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম
ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ফারুক মিয়া এবং প্রচার
সম্পাদক মোঃ উজ্জল মিয়া। উক্ত জরুরী সভার সম্পাদিত কাজগুলোর মধ্যে রয়েছে- সদস্য ফর্ম
পুরন এবং অনুমোদন, সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পি,আই,বি প্রশিক্ষণের জন্যে
সাংবাদ কর্মী নির্বাচন এবং আসন্ন মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা এবং প্রস্তুতি
যা সফলভাবে সম্পন্ন করা হইয়াছে।
সভায় প্রধান অতিথির বক্তিতায় মোঃ খলিলুর রহমান বলেন,
“সাংবাদিকতাকে যথাযথ পরিস্ফুটনের জন্যে উক্ত সংগঠনে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের
প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার আদর্শবান নেতৃবৃন্দকে প্রতিনিধি
সদস্য হিসেবে রাখার বিষয়টির উপর আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এবং তারই পাশাপাশি অন-লাইন
মিডিয়া কর্মীদেরকে মূল্যায়ন এবং কাজের সুযোগ করে দেওয়ার জন্যেও আমাদের সুষ্পষ্ট ভূমিকা
রাখতে হবে। কারণ এখন বিশ্বটা হল অন-লাইনের বিশ্ব বা ডিজিটাল বিশ্ব। যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ শফিকুল ইসলাম ভুইয়া বলেন, “সকলের সাথে সমন্বয় করেই আমাদের কাজ করতে হবে।
সত্য,
ন্যায় এবং আমাদের স্বাধীনতা ও বিজয়ের আশা-প্রত্যাশাগুলো পুরনের লক্ষ্য নিয়ে আমাদের
কাজ করতে হবে। সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, “সংবাদক কর্মী হিসেবে সমাজ
ও দেশের বিভিন্ন অনিয়ম অবহেলীত মানুষের সংবাদগুলো বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করতে গিয়ে
আমরা নিজেরাও বিভিন্ন সময়, বিভিন্নভাবে অবহেলার স্বীকার হয়। তাই এর যথাযথ প্রতিকারের
জন্যে আমাদের কর্মতৎপরতা নীতিতে অটল, দেশ প্রেমে জাগ্রত থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার
কোনো বিকল্প নেই। তাই যারা এখনও সংবাদকর্মী হিসেবে অবহেলীত রয়েছে আমাদের এই সংগঠনে
তাদের অন্তর্ভুক্তির বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থ সম্পাদক
মোঃ ফারুক মিয়া বলেন, “ আমরা সমাজের ও দেশের উন্নয়ন চাই, চাই আমাদের কাজের মান ও গুণগত
উন্নয়ন। এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও যথাযথ যোগ্যতা অর্জন করে কাজ করতে হবে।
কাজের ক্ষেত্রে বয়স বা নতুন, পুরাতন এটা কোনো বাধা হতে পারে না। কাজ করতে করতেই মানুষ
দক্ষ হয় যোগ্য হয়। তাই আমাদেরকেও পারতে হবে, আমরাও ইনশাল্লাহ পারব। উক্ত জরুরী সভাটি
সঞ্চালন করেন বাঙ্গালীর একুশে পত্রিকার সম্পাদক ও প্রকাশ এবং জাতীয় সাংবাদকি কল্যাণ
ফাউন্ডেশন, আশুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক- হাবিবুর রহমান।



No comments:
Post a Comment