• VISION
  • INDEX
  • আশুগঞ্জ
  • চরচারতলা
  • আড়াইসিধা
  • লালপুর
  • শরীফপুর
  • তালশহর
  • দূর্গাপুর
  • তারুয়া
  • Friday, December 20, 2019




    জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন –
    আশুগঞ্জ শাখার নেতৃবৃন্দের সামাজিক কার্যক্রম
    সেই সময় কচি হাতের তুলা বিশেষ মুহূর্তের একটি দৃশ্য।


    জেএসকেএফ আশুগঞ্জ শাখা সংবাদঃ আজ ২০ডিসেম্বর-২০১৯ সালের শুক্রবার- আশুগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভুইয়ার পিতা আড়াইসিধা গ্রামের বিশিষ্ট্য মোরব্বী মোঃ হেবজু ভুইয়া কর্তৃক আয়োজিত মাতা-পিতার মৃত্যু বার্ষিকি উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক আলী আজম, সাধারণ সম্পাদক ও বাঙ্গালীর একুশে পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদিক মোঃ শফিকুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ও পথিক টিভির আশুগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৌশল বিনিময় কালে আড়াইসিধা গ্রামের বিশিষ্ট্য মোরব্বী ও ব্যসায়িক মোঃ হেবজু ভূইয়া জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা আমার দাওয়াতে উক্ত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাতে আমি  এবং আমরা অনেক খুশি হয়েছি। আপনারা সব সময় আমাদের ডাকে আসবেনি এই প্রত্যাশা আমি করি এবং আমরাও আপনাদের সাথে যোগাযোগ রাখব-ইনশাল্লাহ।” এরপর তিনি আপ্পায়নের জন্যে বিশেষ ব্যবস্থার আয়োজন করেন।
                                সেই সময় কচি হাতের তুলা বিশেষ মুহূর্তের একটি দৃশ্য।

    No comments:

    Post a Comment

    Bangalir Ekushea Vision

    রেলগেইট উত্তর এলাকা

      রেলগেইট উত্তর এলাকা রেলগেইটের দক্ষিণ পাশের বিপরীত এলাকাটি রেলগেইট উত্তর হিসেবে পরিচিত। রেলগেইটের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে উত্তর পাশ দিয়ে এ...