জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
আশুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ
কর্তৃক বিজয় দিবস উদযাপন-
বিবিএস নিউজঃ
আজ মহান বিজয় দিবস। উনিশত একাত্তর সালের এই দিনটিতে
রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয়েছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশ।একাত্তরের
স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের জন্যে অনেক কষ্ট, শ্রম, মেধা, নির্যাতন ও ত্যাগ স্বীকার
করতে হয়েছিল এই বাঙ্গালী জাতিকে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক আন্দোলন,
সংগ্রাম করে চূড়ান্ত একটি পর্যায়ে দীর্ঘ নয় মাস রক্তাত্ত যুদ্ধ করে স্বাধীনতার বিজয়
এসেছিল আমাদের মাঝে।তাই এই দিবসটিতে বিজয়ের এই দিনে, আমরা সেই চাওয়া পাওয়া এবং আমাদের
বীর সেনানীদের আশা প্রত্যাশাগুলোকে স্মরণ করতে চাই খুবই সুষ্পষ্টভাবে যার জন্যে এই
জাতির ত্রিশ লক্ষ শহীদ, লক্ষ লক্ষ নারীর সম্ভ্রমহানী সহ রক্তে ভিজে ছিল বাংলার এই জমিন।
শোষণ মুক্ত একটি সমাজ ব্যবস্থা, সকল প্রকার অন্যায় ও হীন কাজ কর্ম থেকে বিরত থাকা,
সমাজ ও দেশের সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সকল প্রকার অবহেলা থেকে বাঙ্গলী
জাতিকে মুক্ত হয়ে একটি আদর্শ সমাজ ও সোনার বাংলাদেশ গড়ার দিকে দৃঢ় পদক্ষেপে এগেয় যাওয়ার
লক্ষ্যে- জাতীয় সাংবাদকি কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ আজকের এই
বিজয় দিবসটিতে আশুগঞ্জ উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে স্বশ্রদ্ধ চিত্রে স্মরণ করেছে
আমাদের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের।বিজয় দিবসের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি- সাপ্তাহীক সত্যের দিগন্ত পত্রিকার
সম্পাদক আলী আজম, সহ-সভাপতি সাংবাদিক এ.আর জাকির হোসেন, সাধারণ সম্পাদক এবং বাঙ্গালীর
একুশে পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ শফিকুল
ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ও সাংবাদিক
মোঃ ফারুক মিয়া, দপ্তর সম্পাদক ও সাংবাদিক তানভির হাসান তৌফিক। এছাড়াও অন্যান্যদের
মাঝে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক ও জনপ্রতিনিধি তারুয়া ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ
সেলিম মিয়া, তরুণ সমাজ সেবক তারুয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা মোঃ দুলাল মিয়া সহ
আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সবাই খালি পায়ে স্বশ্রদ্ধ চিত্রে জাতির
বীর সন্তানদের পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন
করেন।
No comments:
Post a Comment